সমাচার ডেস্ক : ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে টাঙ্গাইলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করছে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগ
আজ বেলা ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে এই পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি পদযাত্রা বের করে নেতাকর্মীরা।
পদযাত্রা শেষে ছাত্র সমাবেশ করে তারা। এসময় নেতাকর্মীরা বলেন, ফিলিস্তিনদের উপর যে বর্বর হামলা করছে ইসরায়েল তা বন্ধ করতে হবে। আমরা ছাত্রলীগ কর্মীরা বিশ্বে শান্তি চাই, ফিলিস্তিনিদের উপর এই রকম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ।
এসময় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন মিয়া, যুগ্ম আহবায়ক সবুজ হোসাইন, সৈকত চন্দ্র প্রমূখ বক্তব্য রাখেন। এতে কলেজ শাখা ছাত্রলীগের অনান্য নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।