আজ প্রিন্সেস অব ওয়েলস, ডায়ানা ফ্রান্সিস স্পেনসারের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালের আজকের দিনে ফ্রান্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি জীবন হারান। রাজবধূ হিসেবে নয়, বরং ব্যক্তিত্ব, মানুষের প্রতি ভালোবাসা, হাসি, স্টাইল এবং সৌন্দর্য দিয়ে তিনি ছিলেন বিশ্বব্যাপী প্রিয়। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি; আজও তিনি স্টাইল আইকন ও মানুষের হৃদয়ে জীবন্ত।
ডায়ানার ৩৬ বছরের সংক্ষিপ্ত জীবন নানা কারণে আলোচিত। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে ছিল বিশ্বজুড়ে আলোচিত। এরপর থেকে তিনি সর্বদা ক্যামেরার চোখে বন্দী ছিলেন। সন্তানের জন্ম হোক বা চ্যারিটি কার্যক্রম, তিনি সবক্ষেত্রে মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতেন।
স্টাইল ও ফ্যাশনের Ikon ডায়ানা তার পোশাক, হেয়ারস্টাইল ও আচরণের মাধ্যমে ফ্যাশন এবং রুচির নতুন দিক উন্মোচন করেছিলেন। ছোট ছাঁটের বব হেয়ারস্টাইল, যা ‘ডায়ানা কাট’ নামে পরিচিত, আজও তরুণদের মধ্যে জনপ্রিয়।
পোশাকের ক্ষেত্রে, তার প্রভাব আজও দেখা যায় তার পুত্রবধু কেট মিডলটন-এর ফ্যাশনে। ১৯৮৭ সালে পুরস্কার অনুষ্ঠানে ডায়ানা যে পোশাক পরেছিলেন, ২০১৩ সালে কেট মিডলটন প্রায় একই পোশাক পরেছিলেন।
রাজপরিবার ও ব্যক্তিগত জীবন ডায়ানার প্রিন্স চার্লসের সঙ্গে সম্পর্ক প্রবল মনোমালিন্যপূর্ণ ছিল। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ডায়ানা একবার বলেছিলেন, “আমি যাকে ভালোবাসি সে ছাড়া পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে।” বিচ্ছেদের পর তিনি একাকীতা ও বিতর্কিত জীবনযাপনে জড়িত হন।
মৃত্যু ও প্রভাব ১৯৯৭ সালে বন্ধু দোদি আল ফায়েদ-কে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়ে প্যারিসের পন্ত দ্য ল্য-অ্যালমা টানেলে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মাত্র ৩৬ বছর বয়সে এই আকস্মিক মৃত্যু ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করে। তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাকে ‘জনগণের রাজকুমারী’ উপাধি দেন।
ডায়ানার মৃত্যু সত্ত্বেও তার প্রভাব ও জনপ্রিয়তা কমেনি। তার জীবন নিয়ে তৈরি হয়েছে ‘স্পেনসার’ সিনেমা, ‘দ্য প্রিন্সেস’ ডকুমেন্টারি এবং নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজ। এছাড়া অসংখ্য বই, টেলিভিশন প্রোগ্রাম ও সংবাদপত্রে তার জীবনচর্চা প্রকাশিত হয়েছে। আজও ডায়ানা ব্রিটিশ রাজপরিবারের নতুন প্রজন্মকে প্রভাবিত করছেন। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার তার প্রভাবের উদাহরণ। প্রিন্সেস ডায়ানা আজও মানুষের হৃদয়ে অপূর্ব সুন্দরী, হাস্যোজ্জ্বল এবং প্রিয় প্রিন্সেস অব ওয়েলস হিসেবে বেঁচে আছেন।