সমাচার ডেস্ক : প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলা নির্বাচনে মোটর সাইকেল ও আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে বেসরকারি ফলাফলে এমন তথ্য জানা গেছে।
জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো.আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটর সাইকেল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩০ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনার রশীদ হীরা (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।
এছাড়াও মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: ইয়াকুব আলী (আনারস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ছরোয়ার আলম খান (দোয়াত-কলম) প্রতীকে পেয়েছেন হাজার ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই দুই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ১৭ হাজার ৮০৬ জন।
টাঙ্গাইল জেলা সিনিয়ির নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।