ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দেশের পুলিশ ও প্রশাসনিক খাতে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর হয়নি। সংস্থাটির মতে, রাজনৈতিক প্রভাব, স্বচ্ছতার অভাব ও জবাবদিহির দুর্বলতাই এই খাতে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনসেবার মান বাড়াতে যে সংস্কারের প্রয়োজন, তা এখনো দৃশ্যমান নয়।” সংস্থাটি অবিলম্বে কার্যকর ও টেকসই সংস্কারের আহ্বান জানিয়েছে, যেন সাধারণ নাগরিকের অধিকার ও সেবার মান নিশ্চিত হয়।