বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতির অভিপ্রায়ই ছিল প্রতিশোধের। তাই তিনি নানাভাবে প্রতিশোধ নিয়েছেন। এ দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। শুধু তাই নয়, তার দল আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন।’
ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় মামুনুল হক আরও বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালেও তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, শেখ হাসিনা পালায় না।
কিন্তু ৫ আগস্ট দুপুরে ঠিকই তিনি দেশের মাটি ছেড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন।’খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা জিয়া উদ্দিনের সভাপতিত্বে এ গণসমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বিপুলসংখ্যক লোকজনের সমাগম ঘটে।