বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, মেগাস্টার শ্রীদেবীর কন্যা হিসেবে আলোচনায় আসলেও এখনো দর্শকদের কাছে দক্ষ অভিনেত্রী হিসেবে পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি। বারবার সমালোচিত হচ্ছেন অভিনয় ও দক্ষতার ঘাটতি নিয়ে।

কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পরম সুন্দরী’, যেখানে তিনি অভিনয় করেছেন একজন মালয়ালাম নারীর চরিত্রে। তবে সিনেমার মুক্তির আগেই উচ্চারণ ও পোশাকের কারণে আবারও কটাক্ষের মুখে পড়েছেন জাহ্নবী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আসন্ন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাহ্নবী বলেন,
অবশেষে আমি এমন একটি গল্পের অংশ হতে পেরেছি, যেখানে আমার পছন্দের সবকিছুই রয়েছে। চরিত্রটি আমাকে আমার শিকড়ে ফিরতে সাহায্য করেছে। যদিও আমি মালয়ালি নই, আমার মা-ও ছিলেন না। তবে এখানে আমি অর্ধেক তামিল এবং অর্ধেক মালয়ালি এক নারীর ভূমিকায়। আমি সবসময় এই সংস্কৃতির প্রতি আগ্রহী, আর মালয়ালাম সিনেমারও বড় ভক্ত আমি।”
জাহ্নবী আরো জানান, “এটি ছিল একটি মজার ও দুর্দান্ত গল্প। আমি এর অংশ হতে পেরে খুবই খুশি।”তুষার জালোটা পরিচালিত ‘পরম সুন্দরী’তে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯শে আগস্ট।