টাঙ্গাইলের বাসাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে ও ওই বিদ্যালয়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক আজাদ মিয়া, মিনহাজ উদ্দিন, আলমগীর হোসেন, লিটন মিয়া, নার্গিস আক্তার, সিরাজুল ইসলাম, অফিস সহকারী আব্দুল লতিফ মিয়া প্রমুখ।