পটুয়াখালীর বাউফল উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকনের মেয়ে এবং স্থানীয় তেতুলিয়া আশরাফুল উলুম নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার বিস্তারিত পুলিশ জানায়, দুপুরে সানজিদার মা ডিম রান্না করে মাঠে কাজ করা কৃষক ও কৃষাণীদের খাবার দেন। পরে সানজিদা খেতে বসলে ডিম না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে। অভিমানের এক পর্যায়ে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পুলিশি পদক্ষেপ এ খবর পেয়ে বাউফল থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সমাজের করণীয় স্থানীয়রা বলছেন, কিশোর-কিশোরীদের ছোটখাটো অভিমানকে গুরুত্ব দিতে হবে। সচেতনতা ও পারিবারিক স্নেহ-ভালোবাসা বাড়ালে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা সম্ভব।