পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় মো. শহীদ (৩৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ারের ছেলে। তিনি মাত্র আট দিন আগে পটিয়ায় এসে অটোরিকশা চালানো শুরু করেছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে শহীদের অটোরিকশায় উঠে দক্ষিণ ভূর্ষি এলাকার কেসিয়াপাড়া এলাকায় তাকে নিয়ে যায়। সেখানে তারা শহীদের উপর বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং রিকশা থেকে ফেলে দেয়।
পাশের রিকশা চালকদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহীদকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “শহীদকে ছিনতাই এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, পেশাদার ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডের অভিযোগে মামলার প্রস্তুতি শুরু করেছে।