নেপালে ‘জেন-জি’ তরুণদের নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা দেখা দিয়েছে। আন্দোলনে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
বিক্ষোভের কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তারা হোটেল ছাড়তে পারেননি।
নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করেছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল গোলশূন্য ড্র করে। কিন্তু দেশজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে ম্যাচটি বাতিল করা হয়। তাই একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন জামাল ভূঁইয়া ও রাকিব হাসানরা। বর্তমানে আন্দোলনে উত্তাল কাঠমান্ডু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় বাংলাদেশ দলের নিরাপদে দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।