বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ খান বলেছেন, জামায়াত সরাসরি ভোটে আসন পাওয়ার মতো শক্তিশালী নয়।
তিনি বলেন, “সেজন্য তারা পি.আর পদ্ধতির নির্বাচন চাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বড়জোর ৮–১০টি আসন পেতে পারে।” মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এর আগে নূর মোহাম্মদ খান দেলদুয়ার উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান। সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ সভার সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন: নূর মোহাম্মদ খানের মেয়ে ব্যারিস্টার নুসরাত খান উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলায়মান মিয়ানেতাকর্মীরা ভবিষ্যৎ নির্বাচনে দলের প্রস্তুতি ও কর্মসূচি বিষয়ে নিজেদের দিকনির্দেশনা তুলে ধরেন।