মধুপুর নির্মাণ ক্যাডেট স্কুল এর বার্ষিক মিলাদ মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের উত্তরা আবাসিক এলাকার নির্মাণ ক্যাডেট স্কুল এর আয়োজনে শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্মাণ ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক পীরে কামেল মোকাম্মেল শাহ্সুফি আলহাজ্ব আব্দুল লতিফ পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম, ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন ফকির সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবগ। প্রধান আলোচক আব্দুল লতিফ পীর সাহেব মিলাদ মাহফিল নিয়ে বিশদ আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠান শেষে তিন দিনব্যাপী সহপাঠ্যক্রমিক কার্যক্রমের উদ্ভোধন করা হয়।