বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালটি হয়তো তিনি কোনো দিনও ভুলতে পারবেন না। কারণ এই এক বছরেই তিনি তিন তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে ‘পাঠান’ সিনেমা ছিলো অন্যতম। এই সিনেমা দিয়েই বলিউডে ঘুরে দাঁড়ান কিং খান। এবার পাঠানের সিক্যুয়েলের শুরু হয়েছে।
আসছে ‘পাঠান টু’।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের দেওয়া তথ্য মতে, ‘পাঠান টু’ সিনেমার গল্পের দায়িত্বে আছেন আব্বাস টায়ারওয়ালা। যে ‘পাঠান’ সিনেমার গল্প লিখেছিলেন। ইতোমধ্যেই পাঠানের সিক্যুয়েলের গল্প লেখা শেষ। এখন চলছে সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।তবে ‘পাঠান টু’ সিনেমায় বেশকিছু চমক থাকবে দর্শকদের জন্য। সে বিষয়ে আব্বাস খোলাসা না করলেও দিয়েছেন ইঙ্গিত। কারণ সিনেমার ভিলেন হিসেবে আসতে পারে পরিবর্তন। এছাড়া নির্মাতার দায়িত্বেও থাকবেন না সিদ্ধার্থ আনন্দ। কারণ তিনি ব্যস্ত আছেন শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা নিয়ে। তাই নতুন নির্মাতা ও ভিলেন নিয়েই আসবে ‘পাঠান টু’। তবে সিনেমার শুটিং ও কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানাননি আব্বাস।
শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি। বক্স অফিস থেকে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপির বেশি।এতে শাহরুখ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও জন আবরাহাম।