না’রে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনকালে এ শ্লোগানে মুখরিত হয় পরিবেশ।

টাঙ্গাইল জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত হয় জশনে জুলুস। অনুষ্ঠানের সূচনা সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা, আলোচনায় অংশ নেন— কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আলহাজ্ব প্রফেসর আব্দুল কুদ্দুস খুসরু (হাজীবাগ দরবার শরীফ) – সভাপতি
অধ্যক্ষ মোঃ আব্দুল হাই – সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা করটিয়া আহমাদাবাদ শরীফের বিশিষ্ট খলিফা মোহাম্মদ শাহজালাল এছাড়া বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, ওলামায়ে কেরাম এবং সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরে তরিকত, খলিফাগণ, স্থানীয় আলেম-ওলামা এবং টাঙ্গাইলের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান সমাপ্তি বর্ণাঢ্য র্যালি, মিলাদ কিয়াম, দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর এই জশনে জুলুসের সমাপ্তি ঘটে।