নারায়ণগঞ্জ, ৪ সেপ্টেম্বর: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেফতারে অভিযান চালায় মেঘনা থানার পুলিশ। অভিযানে মহসিনকে গ্রেফতার করার পরপরই তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হাতকড়াসহ মহসিনকে ছিনিয়ে নেয় তারা। এসময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং একটি দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।