নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন এর সাথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নাগরপুর থানা অফিস ভবনে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব মো. বুলবুল সরকার এর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অফিসার ইনচার্জ মহোদয়।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, নাগরপুর উপজেলায় সকল ধরণের চাঁদাবাজ ও দখলদারদের প্রতিরোধ করতে হবে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহ অবস্থান সৃষ্টি করতে হবে। চলমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এসব প্রতিরোধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এছাড়াও নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় কাজ করতে চায় এবং যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে তারা সর্বদা ঐক্যবদ্ধ।
নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, আমরা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটিই কাম্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. নাইম খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিপন রানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন নয়ন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।