বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শ্রমিক দলের কমিটি ১০ দিনের মাথায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার প্যাডে জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ খান স্বাক্ষরিত চিঠি শ্রমিক দল কেন্দীয় কমিটি ও নাগরপুর উপজেলা বিএনপিকে অবগতির জন্য দেওয়া হয়। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার প্যাডে জেলা শ্রমিক দলের (ভার:) সভাপতি মো. আবু সাইদ মিয়া ও
সাধারণ সম্পাদক মো. এ.কে.এম মনিরুল হক ভিপি মনিরের যৌথ স্বাক্ষরে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
নাগরপুর শ্রমিক দলের কমিটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. এ.কে.এম মনিরুল হক ভিপি মনির জানান, কেন্দ্রের নির্দেশে নাগরপুর উপজেলা শ্রমি দলের কমিটি স্থগিত করা হয়েছে।