নানা আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক মজলুমের কণ্ঠের ৩১তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টম্বর) সকাল ১১টায় নাগরপুর প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক মজলুমের কণ্ঠের নাগরপুর প্রতিনিধি মো. এরশাদ মিয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক, মো. কায়কোবাদ মিয়া। বক্তরা বলেন, মজলুম জননেতা মাওলানা ভাষানীর আদর্শে নিয়ে নিরপক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জণগণের আস্থা অর্জন করছে দৈনিক মজলুমের কণ্ঠ।
এ সময় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৈনিক মজলুমের কণ্ঠের ৩১তম প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা হয়।