সমাচার ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে ট্যাফে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের দলা মারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ শিক্ষার্থীর নাম রাকিব মিয়া (২৪)। সে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নাগরপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি টাঙ্গাইলের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে বালু ভর্তি একটি ট্যাফে ট্রাক্টর বেপরোয়া গতিতে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কের উপজেলার দলা মারা এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় সিএনজি চালক। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।