সমাচার ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে তিন সন্তানের জননী অঞ্জনা বেগমের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অঞ্জনা বেগম নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বারাপুষা গ্রামের একটি ধান ক্ষেতের আইলে অঞ্জনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
অঞ্জনার স্বামী নজরুল ইসলাম জানান, গতকাল সকালে অঞ্জনা তার বাপের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, মরদেহের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নাগরপুর থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।