বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বসানো হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের কিছু কর্মীকে এই সিসি ক্যামেরাগুলো লাগাতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনও দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনও দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন। ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এ জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। ডিএমপিও পাল্টা চিঠি দিয়ে অন্য আরও দুটি স্থানের নাম চায়। তবে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সব প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব নয়।’
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। যদিও আজ বিকালে নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সামনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, আগামীকাল সমাবেশের অনুমতি পাবে বিএনপি।