টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ছোট ঝোপনা পূর্ব পাড়ায় (০৯) জুলাই বুধবার বিকেল ৩ টার দিকে অস্বাভাবিক আচরণ করা ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঝিনাই নদীতে ঝাঁপ দেয় । স্হানীয় লোকজনের খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল থেকে আগত ডুবুরি দল বুধবার সন্ধ্যায় নদীতে খুঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
পুনরায় (১০ জুলাই) সকালে খুঁজাখুঁজির এক পর্যায়ে সকাল এগারোটার পরে ঝিনাই নদীতে লাশ ভেসে উঠে । এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, ” ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নিচ্ছে “।