টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫ নং ধোপাখালী ইউনিয়ন এর নরিল্লা মরহুম জামিল হোসেন তালুকদার (টগা) স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে নরিল্যা কলেজ মাঠে ।
ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তেল্লাআটা একতা ফুটবল একাদশ এবং ঘাটাইল ফুটবল একাদশ । ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল – ১ আসন (ধনবাড়ী-মধুপুর) এর বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ । ৫ নং ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য মোঃ কামাল হোসেন তালুকদার মিন্টু এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত , ধোপাখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম ।
এছাড়া খেলা দেখতে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা ও পৌর বি এন পির অন্যান্য নেতৃত্ববৃন্দ । হাজার হাজার দর্শক খেলা দেখতে নরিল্যা কলেজ মাঠে উপস্থিত ছিলেন । নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও উভয় দলে কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায় এবং তেল্লাআটা একতা ফুটবল একাদশ খেলায় জয়লাভ করে । আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সঙ্গীয় অতিথিদের নিয়ে উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন ।











