টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজানের ছাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বানিয়াজান ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম চাঁন মিয়াসহ দশ জন নেতা কর্মীকে পিটিয়ে গুরুতর আহত ও মোটর সাইকেল সহ ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে ঢাকা—টাঙ্গাইল—জয়দেবপুর—জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল করেন।মিছিল শেষে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন তারা। এসময় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এমএ ছোবহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে হামলার নেতৃত্বদানকারী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সহযোগী হামলাকারীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা বিএনপি সহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাদের বহিষ্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।