টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রার শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইব্রাহীম খলিলুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দিয়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।
অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন-আর্ন্তজাতিক খ্যাতি সম্পূন্ন হাফেজ ক্বারী আব্দুল আখের, হাফেজ মওলানা আবু তালহা,মডেল মসজিদের ইমাম মওলানা মোশারফ হোসেন, হাফেজ মওলানা মিনহাজ উদ্দিন, হাফেজ মওলানা রফিকুল ইসলাম ও মাসুদ রানা।
এসময় ধনবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা মো: মাহমুদুল হাসান, আন-নূর মাদ্রাসার শিক্ষক মওলানা মো: রোকনুজ্জামান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও ধনবাড়ী ফতেমাতুজ জহুরা মাদ্রাসার মুহতামিম হাফেজ মো: ওমর ফারুক ফকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেয়ার পরে দোয়া মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।