টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এবার ৩৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । সেনাবাহিনী, পুলিশ ছাড়াও এসব মন্ডপে আনসার সদস্য নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন ।
ধনবাড়ীর প্রতিটি মন্ডপ ঘুরে দেখা যায় আনসার সদস্যরা সঠিক ভাবে যার যার দায়িত্ব পালনে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছে । দিনরাত ২৪ ঘন্টা পালাক্রমে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা হাসি মুখেই দায়িত্ব পালন করছেন ।
মন্ডপের সামনে অপ্রয়োজনীয় ভীড় যানজট নিরসনে এবং মন্ডপের আশপাশে বহিরাগত মানুষের জটলা ভেঙ্গে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন । সকাল, দুপুর, সন্ধ্যা, গভীর রাত যখনই মন্ডপ পরিদর্শন করা হয়েছে তখনই দেখা গিয়েছে কড়া নিরাপত্তায় মন্ডপে অবস্থান করছে আনসার সদস্যরা । আনসারদের এমন দায়িত্ব পালনে এলাকাবাসী খুশি ।
এবারের শারদীয় দুর্গাপূজায় ধনবাড়ীর ৩৫ টি পূজা মন্ডপে তাই কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ।