আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল -১আসন (ধনবাড়ী- মধুপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের বিশাল মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের হয়ে টাঙ্গাইল – জামালপুর মহাসড়ক দিয়ে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নতুন স্থাপিত ধনবাড়ী উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে আসে । এরপর হাজারের অধিক নেতাকর্মী নিয়ে লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোঃ আসাদুল ইসলাম আজাদ ফিতা কেটে ধনবাড়ীতে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার, যুবদল নেতা লালন সহ মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷
ধনবাড়ীতে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন কালে লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” ষড়যন্ত্র করে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া যাবে না । আমাদের জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে ভাবে মানুষ এগিয়ে আসছে তা থামানোর কোন শক্তি ষড়যন্ত্রকারীদের হবে না। আমার নেতা তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন তাহলে ধনবাড়ী মধুপুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন সেই বিশ্বাস আমার আছে “।