টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই ) মাসিক আইনশৃঙ্খলা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সকল সদস্য, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ । ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় মাসিক আইনশৃঙ্খলা সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, ” ধনবাড়ী উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে । ধনবাড়ীতে আমার কর্মবস্হায় ডাকাতির কোন মামলা দায়ের হয় নাই ।
বখাটে ছেলেদের উৎপাত এবং ইভটিজিং কমে এসেছে । তারপরও যে কোন পরিস্থিতিতে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না , পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে । পুলিশ ধনবাড়ীতে ২৪ ঘন্টা কর্তব্য পালনের জন্য প্রস্তুত । শুধু সঠিক তথ্য দিয়ে ধনবাড়ী থানা পুলিশকে সহযোগিতা করতে হবে “। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ” ধনবাড়ীতে ইদানীং বাল্য প্রেম বৃদ্ধি পেয়েছে যা পরবর্তীতে বাল্যবিবাহে ধাবিত হয় । এর জন্য প্রশাসনের উদ্যোগে ধনবাড়ীর সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মাধ্যমে বাল্যবিবাহ রোধে বিশেষ কাউন্সিলং এর ব্যবস্থা গ্রহণ করতে পারলে ভালো হতো । ধনবাড়ীর কেন্দুয়া রোডের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ “।
সভাপতির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” বাল্যবিবাহ রোধের জন্য ধনবাড়ী উপজেলার কাজী সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন । পাত্র পাত্রীর বয়স সতর্কতার সহিত পরীক্ষা করতে হবে । বিবাহ সম্পাদনের ০৩ মাসের মধ্যে রেজিষ্ট্রার সার্টিফিকেট প্রদান করতে হব । সহকারী কাউকে দিয়ে বিবাহ রেজিষ্ট্রেশন না করে নিজে উপস্থিত থেকে বিবাহ রেজিষ্ট্রেশন করতে হবে । কেন্দুয়া রোড সহ ধনবাড়ীতে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে “।