মাদক কে না বলি- মাদক মুক্ত ও সুন্দর সুস্থ্য দেশ গড়ি এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, নবীন বরণ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দিয়ে পুরুস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।
সমাবেশে আরোও বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী উপজেলা জামায়াতের আমির অধ্যপক মিজানুর রহমান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও ধোপাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সহ অন্যান্যরা।