১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা’র আমির অধ্যাপক মিজানুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস.এম ছোবাহান, বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বিপ্লব কুমার পাল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
এসময় রাজনৈতিক দলের নেতা, ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, ২৪ শের জুলাই গণঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধা, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫উদযাপনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।











