আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাঁচ জয়ীতা পেয়েছেন অদম্য নারী পুরস্কার-২০২৫।
মঙ্গলবার (০৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা মো. শাহীন মাহমুদ।
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা মো. শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম ফারুক ইমামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে তানজিনা আমিন, সফল জননীর ক্ষেত্রে দুলেশ্বরী,নির্যাতনের দু:স্বপ্ন মুছে যাওয়া জীবন সংগ্রামে জয়ী জবেদা বেগম ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রেখেছেন বকুল বেগম কে জয়িতাকে পুরুস্কার প্রদান করা হয়।










