“হাত ধোয়ার নায়ক হোন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ অক্টোবর -২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ।
উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ধনবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (১৫ অক্টোবর) এই শোভাযাত্রার আয়োজন করা হয় । খাদ্য গ্রহণের আগে পরে এবং টয়লেট থেকে এসে কিভাবে ভালো ভাবে হাত ধুতে হবে তার বিভিন্ন নিয়মকানুন শিশুদের শেখানো হয়েছে ।
এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস.এম.ফারুক ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।