ধনবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধন।
‘ কৃষিই সমৃদ্ধি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল এর ধনবাড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম,সরিষা ও সূর্যমুখী ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দশটায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে । বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা খুশি ।











