২০২৪-২৫ অর্থবছরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্তৃক বাস্তবায়িত অতিরিক্ত বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনে এই প্রথম উন্মুক্ত পদ্ধতিতে যাছাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী)সকালে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজো নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।
এসময় ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, বলিভদ্র ইউপি সচিব লোকমান হোসেন, হিসাব সংরক্ষক মো. আজাদ, উদ্যেগত্তা পান্না মিয়া, বলিভদ্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।