টাঙ্গাইল-১ আসনে (মধুপুর -ধনবাড়ী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন এর মোটরসাইকেল শোডাউন পরবর্তী জনসভা ধনবাড়ী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৩ আগষ্ট) বিকেলে । হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ধনবাড়ী মধুপুরের বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন সম্পন্ন করেন ।
মোটরসাইকেল শোডাউনটি ভাইঘাট বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে ঢাকা – জামালপুর মহাসড়ক দিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড হয়ে বাজার পদক্ষীণ করে নল্লা নতুন বাজার হয়ে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় ।
শোডাউন পরবর্তী বিএনপির কার্যালয়ের সামনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান । বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ সহ ধনবাড়ী- মধুপুরের শীর্ষ নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ” এই মোটরসাইকেল শোভাযাত্রা এবং জনসভার মধ্য দিয়েই ধনবাড়ীতে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম । হাতে সময় নেই আপনারা মানুষের কাছে যান ধানের শীষের জন্য ভোট চান । এবার সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে ধনবাড়ী – মধুপুর থেকে একজন এমপি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার “।