টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। রবিবার(২৬ জানুয়ারী)ধনবাড়ী উপজেলা ও ধনবাড়ী পৌর প্রশাসনের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীষক তারুণ্যের উৎসব-২৫ এর অংশ হিসেবে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও ধনবাড়ী জমিদারববাড়ীর মাঠে উপজেলার বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছা সেবকদের অংশগ্রহনে এ অভিযান কর্মসূচী পালিত হয়।
এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ধনবাড়ী পৌর প্রশাসক সায়েম ইমরান, ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, পৌরসভার সহকারী প্রকৌলী মোহাম্মদ সানোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, কনজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, যুব নেতা জাহিদুল করিম মিল্টন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাকিব হোসেন, ফজলে রাব্বী, ধনবাড়ী সরকারী কলেজেরে স্কাউট শিক্ষার্থী পুষ্পা, জুবায়ের হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।