এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭জানুয়ারী) উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এবং বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান দ্বিমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক ভাবে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি’র বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা প্রকৌশলী মো: শফিকুল ইসলাম মন্ডল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা।
সহ অন্যরা। উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীদের কে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে ভাবনা বিষয় নানা দিক নিয়ে লিখিত মন্তব্য নেন।