টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫নং ধোপাখালী ইউনিয়নে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ধোপাখালী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ধোপাখালী উচ্চ বিদ্যালয় মাঠে ।
উক্ত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান । ধনবাড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক মো: আব্দুল মান্নান ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান ।
ধনবাড়ী উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: হোসেন আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম ছোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ।
এছাড়াও এই সম্মেলনে আমন্ত্রিতঅতিথি হিসেবে ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এম এ মাজেদ বাদল, হাফিজুর রহমান বিএসসি,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত,ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু, ধনবাড়ী উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন সহ যুবদল, মহিলাদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এবং স্হানীয় কৃষক জনতা উপস্থিত ছিলেন ।
সম্মেলনে খন্দকার বেলায়েত হোসেনকে সভাপতি এবং মোঃ আব্দুল লতিফ কে সাধারণ সম্পাদক হিসেবে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করে অধ্যক্ষ এম আজিজুর রহমান বলেন দ্রুত সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে ।