টাঙ্গাইলের ধনবাড়ী পৌর বিএনপির উদ্যোগে ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর জন্য ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে পৌরসভার ছত্রপুরে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী -মধুপুর) এর জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির । ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, মীর মনির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক লেবু, ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু সহ কৃষক দল,শ্রমিক দল, মহিলা দল,ওলামা দল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী- মধুপুর) এর নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় ছত্রপাড়ায় ২৫ অক্টোবর বুধবার রাতে এই উঠান বৈঠকে ধনবাড়ী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন । উঠান বৈঠকে বক্তারা ধনবাড়ীর উন্নয়নে ফকির মাহবুব আনাম স্বপন এর ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন । বক্তরা ধনবাড়ীর জন্য ফকির মাহবুব আনাম স্বপন এর বিগত পঁচিশ বছরের কর্মকাণ্ডের বর্ণনা দেন ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ” দলের জন্য কার কি অবদান সেটা আমার নেতা তারেক রহমান জানেন, তিনি জানেন কাকে নমিনেশন দিলে ধনবাড়ী মধুপুরের জন্য কাজ করতে পারবে । আগামী সোমবার এর মধ্যে বুঝা যাবে ধানের শীষের প্রতিক তিনি কার হাতে তুলে দেন “।











