টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের সান্ডালপুর গ্রামের আ’লীগ নেতা মিজানুর রহমান কে কুপিয়ে হত্যা মামলার ৯ নম্বর আসামী সাদিকুল ইসলাম কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে হত্যা মামলার আসামী সাদিকুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। আসামী সাদিকুল ইসলাম (৩২) কে সোমবার(৫ মে) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামী সাদিকুল ইসলাম সান্ডালপুর গ্রামের আমান আলীর ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার(২ মে) সন্ধ্যায় ধোপাখালীর ওয়ার্ড আ’লীগ নেতা মিজানুর রহমান কে একই এলাকার বিএনপি কর্মী আলামিনের সাথে মাদ্রাসার জয়াগা নিয়ে বিরোধ ছিলো বলে নিহতের পরিবার জানায়। এরই জেরে তাকে আল আমিন ও তার সহযোগীরা তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।