” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধনবাড়ী ফায়ার সার্ভিসের টিম, স্কাউট সদস্যবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ ইমাম হাসান (সোহান),সদস্য রাকিব হাসান, আবদুল্লাহ সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ । সভায় ভুমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বিস্তর আলোচনা করা হয় ।











