টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ হাউজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবম ও দশম শ্রেণির মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ট্রাইব্রেকার ৩/১ গোল এ নবম শ্রেণি চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । পাইস্কা উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুল আলম ফকিরের সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ।
স্কুলের সহকারী শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় ফাইনাল খেলা উপভোগ করতে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ খান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), অত্র স্কুল এর শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রীবৃন্দ সহ এলাকার জনসাধারণ । খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি এবং মেডেল তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সহ উপস্থিত অতিথি বৃন্দ ।