নিজস্ব প্রতিবেদকঃ ” মুক্তিযুদ্ধের চেতনায় নতুন দিনের আশায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল তথা বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ” দৈনিক টাঙ্গাইল সমাচার “এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১৬মে) টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদকের ছেলে মো: মাহতাব হক আদিব।

দোয়া, আলোচনা, কবিতা আবৃত্তি এবং কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক টাঙ্গাইল সমাচার এর প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদুল হক অনুষ্ঠান সফল করার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

দৈনিক টাঙ্গাইল সমাচার এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন বুরো বাংলাদেশের চেয়ারপার্সন ড. ইউসুফ খান । তিনি সাংবাদিকতার বিষয় ছাড়াও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সময়ের সাহিত্য কন্ঠ এর সম্পাদক কবি আজাদ কামাল টাঙ্গাইলের সাংবাদিকতা এবং সংবাদপত্রের অতীত ইতিহাস বর্ননা করেন এবং বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য টাঙ্গাইলের সাংবাদিবৃন্দ ও সংবাদপত্রগুলোর প্রতি আহবান জানান ।

বক্তব্য রাখেন টাঙ্গাইল সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মামুনুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার আতিকুজ্জামান টুটুল।
সভাপতির বক্তব্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ বলেন, ” দৈনিক টাঙ্গাইল সমাচার সহ টাঙ্গাইল থেকে প্রকাশিত সকল সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক ভাইদের প্রতি আহবান থাকবে পত্রিকায় যেন মানুষের জীবন যাপনের সঠিক চিত্র তুলে ধরা হয় । মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, মানুষের অধিকার আদায়ে সহায়ক হয় এমন সংবাদ পরিবেশন করতে হবে । টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক, কবি, সাহিত্যিক সকলের আড্ডার ব্যবস্থা আছে । এই আড্ডার মাধ্যমেই সমাজের জন্য কল্যাণকর সুচিন্তিত মতামত বের হয়ে আসবে “। তিনি এমন একটা প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য দৈনিক টাঙ্গাইল সমাচার পরিবার এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃত্তি করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ টাঙ্গাইল এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।

আলোচনা শেষে সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক টাঙ্গাইল সমাচার এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক টাঙ্গাইল সমাচার এর বার্তা সম্পাদক মো: মোমিনুর রহমান (মোমিন) ।