বুয়েনস আইরেস, ৫ সেপ্টেম্বর: আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে আলবিসেলেস্তেদের ৩-০ ব্যবধানে জয় উপহার দেন তিনি।
বিদায়ী মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে পড়েন ভক্তরা, আবেগ ছড়িয়ে পড়ে সতীর্থদের মাঝেও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত এক ভিডিওতে মেসির শেষ ম্যাচ ঘিরে প্রতিক্রিয়া জানান তার দুই সতীর্থ আনহেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল। ভিডিওর নিচে কান্নার ইমোজি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেন ডি মারিয়া।
অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন ডি পল। ডি মারিয়া যদিও জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তবে মেসির সঙ্গে ঘরের মাঠে শেষবারের মতো আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন ডি পল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রীতি ম্যাচ আয়োজন না করলে এটাই মেসির দেশের মাটিতে শেষ ম্যাচ হয়ে থাকবে।
গ্যালারিতে উপস্থিত ছিল মেসির পরিবারও। আগেই তিনি জানিয়েছিলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।” মেসির সোনালি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ডি মারিয়া ও ডি পলের। তাদের সঙ্গে মিলে তিনি জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) এবং ফাইনালিসিমা।
পরিসংখ্যানেও ছাপ রেখেছেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ৪৯ ম্যাচে করেছেন ৩৫ গোল ও ১৯টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে করেছেন ১১৪ গোল, যার মধ্যে ১০০টি এসেছে তার বাম পায়ের জাদুতে। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে মনুমেন্তালে মেসির বিদায়ী রাত অগণিত ভক্ত ও সতীর্থদের হৃদয়ে চিরকাল অমলিন স্মৃতি হয়ে থাকবে।