টাঙ্গাইলের দেলদুয়ারে ৬ দফা বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালিত হয়েছে।
এতে ১২ অক্টোবর উপজেলা ব্যপি টায়ফয়েট টিকাদান কার্যক্রম হুমকীর মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া মা ও শিশুরা চলমান সকল ধরনের টিকা গ্রহণের সেবা থেকেও বঞ্চিত হবেন।
রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতী কার্যক্রমে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সভাপতি মো. সেলিম মিয়া, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুল আলম, মহিলা সাংগঠনিক মলি আক্তার।