টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লৌহজং নদী থেকে ১৯ দিন আগে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের কলশিপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যায় পরিবার থানায় গিয়ে লাশ শনাক্ত করে। নিহতের মা পারভিন বেগম অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিখোঁজ হওয়ার ঘটনা নিহত সাগর (১৯) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভৈরপাড়া গ্রামের মো. শামাল মিয়ার ছেলে। তিনি করটিয়া এইচ এম কলেজের শিক্ষার্থী এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
গত ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে মির্জাপুর উপজেলার সৈদামপুর পাথরঘাটা এলাকায় নৌকা ভ্রমণে যান সাগর। ভ্রমণ শেষে তিন ঘণ্টার মধ্যে ফেরার কথা জানালেও আর বাড়ি ফেরেননি। বন্ধুরা ফিরে এলে পরিবার ১৯ আগস্ট বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ১৯ দিন পর দেলদুয়ার থেকে তার লাশ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ সাগরের মা পারভিন বেগম বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।” পুলিশের বক্তব্য দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, “প্রথমে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবার এসে শনাক্ত করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।”