দেলদুয়ারে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ পেরিয়ে ৩১ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আরাফাত মোহাম্মদ নোমান।
দৈনিক মজলুমের কন্ঠের দেলদুয়ার উপজেলা প্রতিনিধি মো. অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনবির সভাপতি ওয়াহেদুল্লাহ্ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, উপজেলা ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহেল। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোলায়মান মিয়া সহ দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতিচারণ করেন এবং তার আদর্শে প্রতিষ্ঠিত পত্রিকাটিতে যে সকল সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
সভায় অন্য বক্তারা পাধঠক প্রিয় দৈনিক মজলুমের কন্ঠের ৩১ বর্ষে পদার্পনকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।