টাঙ্গাইলের দেলদুয়ারে বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যপি এ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে গ্রাম আদালত শক্তিশালীকরণ।
গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন আইনগত দিক, করনীয় এবং নিয়মকানুন সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়াও ইকো সোস্যাল ডেভেলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জেলা ম্যানেজার সায়্যেদ আহমেদ, সংস্থার উপজেলা সমন্বয়কারী শাহানাজ আখতারও গ্রাম আদালত বিষয়ক নানাবিধ আলোচনা রাখেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সকল ইউপি চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম, ফর্মেট এবং রেজিস্ট্রার উপস্থিত সকল চেয়ারম্যানদের হাতে তুলে দেন কর্মশালার সভাপতি ইউএনও জোহরা সুলতানা যূথী।











