“নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এ মূল প্রতিপাদ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলো সমাজসেবা কার্যালয়।
বর্ণাঢ্য ওয়াকাথন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে মুক্ত আড্ডায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, অফিসার ইনচার্জ সোহেব খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম, জামায়াতের সুরা সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, উপজেলা আমির আল মোমেন, ছাত্র প্রতিনিধি সামিউল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকাদর শিপলু, যুবদল সদস্য সচিব বাবলু চৌধুরী, জামায়াত উপজেলা সেক্রেটারী আব্দুর রহমান, ৫ আগস্টে শহীদ আহনাফ আবির আব্দুল্লাহর মাতা, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী, স্থানীয় ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।