টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদর্শন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান মো. অপু তালুকদার শিপলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি খন্দকার জামিল হোসেন, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মো. আতিকুর রহমান প্রমূখ। সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকবৃন্দ।